গাইবান্ধায় পুকুরে ডুবে দুই বছরের কন্যা শিশুর মৃত্যু
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মেরীরহাট চৌড়াপাড়া সোনাইডাঙ্গা বিল সংলগ্ন পুকুরে ডুবে জান্নাতী আক্তার (২) নামে এক কন্যা সন্তানের মৃত্যু হয়েছে। জান্নাতী আক্তার নানীর বাড়ীতে বেড়ে উঠছিলো। সে একই উপজেলার মহদীপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের হাবিবুর শেখ ও সাথী আক্তার দম্পতির একমাত্র কন্যা।
জানা যায়, মঙ্গলবার (২৭ আগষ্ট) সকাল ১০ টার পর থেকে বাড়ীতে জান্নাতীকে খুজে পাওয়া যাচ্ছিল না। খোজাখুজির
এক পর্যায়ে দুপুর ১২ টায় তার নানী বাড়ী হতে ২শ মিটার দুরে বিল সংলগ্ন একটি পুকুরে ভাসমান অবস্থায় জান্নাতীকে পাওয়া যায়। পরে স্থানীয়রা তাকে পুকুর হতে উদ্ধার করে । জান্নাতীর মৃত্যু নিশ্চিত হওয়ার পর তার মরদেহ বাবার বাড়ী একই উপজেলার মহদীপুর ইউনিয়নের দুর্গাপুরে নেওয়া হয়। এসময় মায়ের একমাত্র কন্যার মৃত্যুতে বারবার জ্ঞান হারিয়ে ফেলছিলেন মা।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন, হোসেনপুর ইউনিয়নের চেয়ারম্যান তৌফিকুল আমীন মন্ডল টিটু।