সংবাদ শিরোনাম ::
৩২ ঘন্টা পর নিভলো গাজী টায়ারের আগুন, ভবন ধসের শঙ্কা
মাছুম মিয়া, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
- সংবাদ প্রকাশের সময় : ১১:৫২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪ ৫০ বার পড়া হয়েছে
গাজী টায়ারস কারখানার আগুন প্রায় ৩২ ঘন্টা পর মঙ্গলবার (২৭ আগস্ট) ভোর ৫টার দিকে নিভেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা৷ ক্ষতিগ্রস্ত ৬তলা ভবনটি ধসে পড়তে পারে বলেও শঙ্কা করছেন তারা৷
ভবনটি নাজুক অবস্থায় থাকায় ভেতরে ঢুকে উদ্ধার অভিযান শুরু করা যায়নি। জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আনোয়ারুল হক৷
তিনি বলেন, মঙ্গলবার ভোর পাঁচটার দিকে আগুন নেভাতে সক্ষম হয়েছেন তারা৷ তবে ভেতরের উত্তাপ থেকে আবারও আগুন ধরে যেতে পারে শঙ্কা রয়েছে৷
এর আগে সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম৷
এদিকে, মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে কারখানার সামনে নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের ভিড় দেখা গেছে৷