ঐতিহাসিক টেস্ট জয়ে ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন
- সংবাদ প্রকাশের সময় : ০৭:২২:০৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে
পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। স্বাগতিকদের হারানোর পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে তিনি এই অভিনন্দন জানান। তিনি বলেন, যোগ্যতার বিচারে খেলোয়াড়দের সুযোগ নিশ্চিত হলে এবং মানসিকভাবে চাপহীন থাকলে সফলতা আসবেই।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরিবর্তনের ছোঁয়া যখন পুরো বাংলাদেশে, তখন তার প্রতিচ্ছবির দেখা মিলেছে ক্রিকেটেও। পরিবর্তন লক্ষ্য করা গেছে খেলোয়াড়দের শারীরিক ভাষাতেও। টেস্ট স্ট্যাটাস অর্জনের পর পাকিস্তানের বিপক্ষে ১৩টি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। এক ড্রয়ের বাইরে কোনো জয় পায়নি টিম টাইগার্স। দু’দলের ১৪তম ম্যাচে নিজেদের ১ম জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।
এই জয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি উৎসর্গ করায়, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও বিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।