ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ গাইবান্ধার ৩ সাংবাদিক
- সংবাদ প্রকাশের সময় : ১১:০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪ ৯৩ বার পড়া হয়েছে
ছাত্র আন্দোলনের সংবাদ সংগ্রহের সময় পুলিশের গুলিতে আহত হয়েছেন গাইবান্ধার তিন সাংবাদিক। তারা শরীরে বয়ে বেড়াচ্ছেন গুলির আঘাতের ক্ষত চিহৃ। আহত ছাত্র জনতার পাশে গণমাধ্যমকর্মীরা থেকে নিজেরাও আহত হয়েছেন তরুন্যের এ স্বাধীনতা সংগ্রামে রক্ত দিতে পেরেছেন এমন প্রশান্তিতে গাইবান্ধার তিন গণমাধ্যমকর্মী।
৪ আগস্ট ছাত্র জনতার অসহযোগ আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হন তিন সাংবাদিক। তারা হলো- দৈনিক ঢাকা টাইমসের গাইবান্ধা জেলা প্রতিনিধি জাবেদ হোসেন, ঢাকা পোস্টের রিপন আকন্দ ও বার্তা বাজারের সুমন মিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানান,সেদিন অসহযোগ আন্দোলনের সমর্থনে রাস্তায় নেমে আসে হাজার হাজার ছাত্র-জনতা। তারা মিছিল নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও শর্টগানের গুলি ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে তিন সাংবাদিকসহ দুই শতাধিক আহত হয়েছে।
গুলিবিদ্ধ ঢাকা পোস্টের সাংবাদিক রিপন আকন্দ জানান, জাবেদ হোসেনের শরীরে ১৩টি, তার নিজের শরীরে ২টি এবং সুমন মিয়ার শরীরে ৫টি স্প্লিন্টার বিদ্ধ হয়েছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত ও সুস্থ্য রয়েছেন।
আহত জাভেদ হোসেন জানান,শরীরের অনেক স্থানে আঘাত লেগেছে, আমরা ছাত্র জনতার পাশে থেকে আন্দোলনের সঠিক চিত্র তুলে ধরার চেষ্টা করেছি, এতে আমাদের রক্ত ঝরেছে।