পাঠদানের প্রথম দিনেই বিদ্যালয়ে দুর্বৃত্তদের হামলা
- সংবাদ প্রকাশের সময় : ১২:২০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪ ৫১ বার পড়া হয়েছে
ছাত্র আন্দোলন কারণে দীর্ঘ দেড় মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর বিদ্যালয়ের পাঠদানের পহেলা দিনে
কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী ইসলামপুর পদ্মা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয়ের হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলায় আহত হয়েছেন প্রধান শিক্ষক ধীরেন্দ্র কুমার সিংহ।
রবিবার (১৮ আগস্ট) স্কুল চলাকালীন এই হামলা চালানো হয়। এ সময় শিক্ষার্থীরা স্কুল কম্পাস ঘিরে ফেলে এবং এলাকা লোকজনও ছুটে আসেন। খবর পেয়ে সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে ছুটে আসেন। সেনাবাহিনী আসার খবরে অন্য হামলাকারীরা পালিয়ে গেলেও সেনাবাহিনী একজনকে আটক করে।
হামলার শিকার প্রধান শিক্ষক ধীরেন্দ্র কুমার সিংহ জানান, হঠাৎ দল বেঁধে এসে দুর্বৃৃত্তরা স্কুলের ভেতরেই হামলা চালায়। সেনাবাহিনী, শিক্ষার্থী ও আশপাশের লোকজন দ্রুত এগিয়ে না আসলে আমার ও প্রতিষ্ঠানের বড় ধরণের ক্ষতি করে ফেলত।
স্থানীয় সূত্রে জানায়, হামলার নেতৃত্ব দেয়া সেলিম মিয়াকে আটক করে নিয়ে যায় সেনাবাহিনী। তিনি একই ইউনিয়নের শ্রীপুর গ্রামের বাসিন্দা। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সুত্রের দাবী হামলার পেছনে স্থানীয় জনপ্রতিনিধির ইন্ধন রয়েছে।
ইসলামপুর পদ্মা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আদিবাসী নেতা ধীরেন্দ্র কুমার সিংহের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।