অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় হাসপাতালে
- সংবাদ প্রকাশের সময় : ০৪:২৭:১৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪ ৫০ বার পড়া হয়েছে
বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে এই অভিনেতার। আর এ কারণেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
মন মাতানো অভিনয়ের মাধ্যমে বাংলা সিনেমার দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। এখন তাকে তেমন ক্যামেরার সামনে দেখা যায় না।
জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর বর্ষীয়ান অভিনেতার শারীরিক পরীক্ষা করা হয় এবং তার হার্টে ব্লকেজ পাওয়া গেছে। তবে এতে চিন্তার কিছু নেই। আপাতত কয়েদিন তাকে হাসপাতালেই থাকতে হবে।
হাসপাতালে ভর্তি করার পর প্রথমে তাকে আইসিইউতে রাখা হয়। এরপর জেনারেল বেডে দেয়া হয়। চিকিৎসকরা নিয়মিত তার শারীরিক অবস্থার খেয়াল রাখছেন।
এর আগে দু’বার করোনা ভাইরাসে আক্রান্ত হন অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয়বার করোনার দোসর ছিলো ডেঙ্গু। রক্ত পরীক্ষা করা হলে ডেঙ্গুর সংক্রমণ ধরা পড়ে।
ডব্লিউবিএফজের তরফ থেকে অভিনেতাকে লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মান দেয়ার কথা ঘোষণা করা হয়েছিলো। অভিনেতার হাতে সে সম্মান তুলে দেয়ার আয়োজনও করা হয়েছিলো। তবে অভিনেতা অসুস্থ হয়ে পড়ায় নতুন করে এই সম্মান প্রর্দশন অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।