স্নাইপার দিয়ে শিশুকে গুলি, হাসিনার বিরুদ্ধে মামলা
- সংবাদ প্রকাশের সময় : ০২:৫৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪ ৫৬ বার পড়া হয়েছে
র্যাবের হেলিকপ্টার থেকে মোহাম্মাদপুরে শিশু জোবায়েদ হোসেনকে স্নাইপার দিয়ে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নিহত শিশুটির মামা আব্দুল্লা আবু সাঈদ বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে আদালতে সি আর মামলা দায়ের করলে মোহাম্মদপুর থানাকে মামলা নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ আদেশ দেন।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ পাঁচ মন্ত্রী ও পুলিশ, র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করা হয়েছে।
অন্যদিকে, শেরেবাংলা থানা এলাকায় ৫ আগস্ট শাহাবুদ্দিন নামের এক যুবককে হত্যার নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে সি আর মামলা দায়ের করা হয়েছে। শেরেবাংলানগর থানায় মামলাটি নেয়ার নির্দেশ দেন আদালত।
উল্লেখ্য, ৫ আগস্ট (সোমবার) পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর তার নামে এ পর্যন্ত ৫টি মামলা করা হয়েছে। এরমধ্যে ৪টি হত্যা মামলা। আর একটি অপহরণ মামলা। অন্যদিকে, তার নামে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও একটি অভিযোগ এসেছে।