ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনা দুইজন নিহত
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৩০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪ ১০০ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে । এ ঘটনায় আহত হয়েছে আরও ৮ জন। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের পল্লী বিদ্যুত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের যাত্রীবাহি একটি বাস জেলা সদরের পল্লীবিদ্যুত এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে ছেড়ে যাওয়া একটি তেলের লড়ীর সাথে সংঘর্ষ হয় । এসময় দুমরে মুচড়ে যায় বাস ও ট্রাকের সামনের অংশ।
এই সংঘর্ষের ঘটনায় বাসের ও ট্রাকের চালক হেলপারসহ কয়েক যাত্রী গুরুতর আহত হয়। পরে ফায়ার সার্ভিস ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষনা করেন।
নিহতরা হলো- শাহাদাত ( ৩৫) ও সানাউল্লাহ (৩০)। আর আহতদের মধ্যে কয়েকজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের স্থানান্তর করা হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. মোজাম্মেল হক জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এরমধ্যে দুইজনের মৃত্যু হয়েছে।