ঢাকা ০২:৪১ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সহকর্মী হত্যার প্রতিবাদে কর্মবিরতিতে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৪৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪ ৫৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সহকর্মীদের হত্যার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে পুলিশের অধস্তন কর্মচারী সংগঠন। মঙ্গলবার (৬ আগস্ট) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে বিক্ষোভ দেখা যায়।

বিক্ষুব্ধ পুলিশ সদস্যদের দাবি, রাজনৈতিকভাবে তাদের যেন কেউ ব্যবহার করতে না পারে এবং সিনিয়রদের তাঁবেদারি না করা।

এর আগে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত কয়েক বছর ধরে পুলিশের কতিপয় ঊর্ধ্বতন কর্মকর্তার দলীয়করণের মাধ্যমে পুলিশের ভাবমূর্তি ব্যাপক ভাবে ক্ষুণ্ন হয়েছে। ফলে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকে সারা দেশের পুলিশ সদস্যদের উপর এবং পুলিশের প্রতিষ্ঠান সমূহের উপর নির্বিচারে হামলা চালানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‌এতে অসংখ্য পুলিশ সদস্য নিহত হয় এবং প্রায় ৪৫০টি থানা ও ৭০টির মত পুলিশ স্থাপনায় অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট চালানো হয়। এই অবস্থায় পুলিশ সদস্যদের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ পুলিশের “অধস্তন কর্মচারী সংগঠন” মঙ্গলবার থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করছে।

সোমবার (৫ আগস্ট) গণ-আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা হেলিকপ্টারে করে দেশত্যাগ করেন।

প্রধানমন্ত্রীর পদত্যাগের পর থেকে সারাদেশের বিভিন্ন স্থানে থানা ও পুলিশ স্থাপনায় ব্যাপক হামলা হয়। এতে বহু হতাহত হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সহকর্মী হত্যার প্রতিবাদে কর্মবিরতিতে পুলিশ

সংবাদ প্রকাশের সময় : ০২:৪৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪

সহকর্মীদের হত্যার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে পুলিশের অধস্তন কর্মচারী সংগঠন। মঙ্গলবার (৬ আগস্ট) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে বিক্ষোভ দেখা যায়।

বিক্ষুব্ধ পুলিশ সদস্যদের দাবি, রাজনৈতিকভাবে তাদের যেন কেউ ব্যবহার করতে না পারে এবং সিনিয়রদের তাঁবেদারি না করা।

এর আগে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত কয়েক বছর ধরে পুলিশের কতিপয় ঊর্ধ্বতন কর্মকর্তার দলীয়করণের মাধ্যমে পুলিশের ভাবমূর্তি ব্যাপক ভাবে ক্ষুণ্ন হয়েছে। ফলে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকে সারা দেশের পুলিশ সদস্যদের উপর এবং পুলিশের প্রতিষ্ঠান সমূহের উপর নির্বিচারে হামলা চালানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‌এতে অসংখ্য পুলিশ সদস্য নিহত হয় এবং প্রায় ৪৫০টি থানা ও ৭০টির মত পুলিশ স্থাপনায় অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট চালানো হয়। এই অবস্থায় পুলিশ সদস্যদের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ পুলিশের “অধস্তন কর্মচারী সংগঠন” মঙ্গলবার থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করছে।

সোমবার (৫ আগস্ট) গণ-আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা হেলিকপ্টারে করে দেশত্যাগ করেন।

প্রধানমন্ত্রীর পদত্যাগের পর থেকে সারাদেশের বিভিন্ন স্থানে থানা ও পুলিশ স্থাপনায় ব্যাপক হামলা হয়। এতে বহু হতাহত হন।