কোটা বাতিলের আন্দোলন, মহাসড়কে শিক্ষার্থীরা
- সংবাদ প্রকাশের সময় : ১২:৩৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪ ৬০ বার পড়া হয়েছে
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখাসহ ৪ দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
রোববার (৭ জুলাই) বেলা সোয়া ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পূর্বঘোষিত সময় অনুযায়ী শিক্ষার্থীরা বেলা ১টা পর্যন্ত এই কর্মসূচি পালন করবেন।
শিক্ষার্থীদের অবরোধে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে শেষ হয়।
বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার যুগ্ম আহ্বায়ক তৌহিদ সিয়াম বলেন, বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয় করে এই কর্মসূচি পালন করছি। ২০১৮ সালে জারি করা সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখাসহ চার দফা দাবিতে আমরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছি।
এর আগে একই দাবিতে গত ১, ২, ৩ ও ৪ জুলাই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।