সেনাপ্রধানের দায়িত্ব নিলেন জেনারেল ওয়াকার
- সংবাদ প্রকাশের সময় : ০৬:১৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪ ৮৫ বার পড়া হয়েছে
জেনারেল ওয়াকার-উজ-জামান নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। রোববার (২৩ জুন) দুপুরে সেনাসদর দপ্তরে বিদায়ী সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদের কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন।
এ সময় বিদায়ী সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদকে ফুলেল বিদায় শুভেচ্ছা জানান সেনাসদর দপ্তরের কর্মকর্তারা।
এর আগে রোববার (২৩ জুন) সকালে জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এরপর পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি।
সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। পরে সেখানে গাছের চারা রোপন করেন তিনি।
জেনারেল শফিউদ্দিন গত তিন বছর বাংলাদেশ সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছেন। এখন তার স্থলাভিষিক্ত হলেন জেনারেল ওয়াকার-উজ-জামান।