‘আওয়ামী লীগ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছে’
- সংবাদ প্রকাশের সময় : ০৬:০৭:৫০ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪ ১০৯ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন আওয়ামী লীগ করেছে। এদেশের মানুষকে ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা অবশ্যই দেবো। স্মার্ট সোনার বাংলা আমরাই গড়ে তুলবো।
তিনি আরও বলেন, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য বারবার চেষ্টা করা হয়েছে। আঘাতের পরো ফিনিক্স পাখির মতো আবারো জেগে উঠেছে।
রোববার (২৩ জুন)আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
সরকার প্রধান বলেন, এদেশের প্রতিটি অর্জনে আওয়ামী লীগের অবদান রয়েছে। আওয়ামী লীগের নেতৃত্বেই দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়েছে বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। যার প্রমাণ আমরা করেছি। ৭৫’র আগস্টের পর বারবার ক্ষমতা বদল হয়েছে। এই ক্ষমতা বদল হয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে। জনগণের গণতান্ত্রিক অধিকার ছিলো না, মানুষের মৌলিক অধিকার ছিলো না।