সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবাষির্কী পালিত
রুবেল ইসলাম, ঠাকুরগাঁও
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪ ৬৪ বার পড়া হয়েছে
নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে পালিত হয়েছে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবাষির্কী। রোববার (২৩ জুন) সকালে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে উপস্থিত হয়। এরপর সেখান থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধাণ প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি টি শহর ঘুরে জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে গিয়ে বঙ্গবন্ধুর মুড়ালে পুস্প মাল্য অর্পন করেন ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন, সংরক্ষিত আসনের এমপি দ্রোপদী দেবী আগরওয়ালা, জেলা আওয়ামীলীগের সভাপতি মাহবুবুর রহমান বাবলু, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়সহ অঙ্গ ও সহযোগী সংগঠানের নেতাকর্মীরা।
পরে জেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় যোগ দেন তারা।