স্বর্ণের দাম কমেছে এক হাজার ২৯৫ টাকা
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪ ৭৫ বার পড়া হয়েছে
স্বার্ণের দাম কমেছে। ভরিপ্রতি এক হাজার ২৯৫ টাকা কমেছে। এখন নতুন দর অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরী স্বর্ণের দাম ১ লাখ ১৫ হাজার ৮৮২ টাকা। শনিবার (৮ জুন) এই দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস)। নতুন দাম রোববার (৯ জুন) থেকে কার্যকর হবে।
বাজুস’র বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমেছে। এর ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ২৫ মে ভরিপ্রতি স্বর্ণের দাম এক হাজার ২৮৩ টাকা কমিয়ে এক লাখ ১৭ হাজার ১৭৭ টাকা নির্ধারণ করা হয়েছিলো। তার আগে ভরি প্রতি স্বর্ণের দাম ছিলো এক লাখ ১৮ হাজার ৪৬০ টাকা।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে লাগবে এক লাখ ১৫ হাজার ৮৮২ টাকা। আর ২১ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম এক লাখ ১০ হাজার ৬১০ টাকা। ১৮ ক্যারেটের প্রতিভরি স্বর্ণ ৯৪ হাজার ৮১৬ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৭৮ হাজার ৩৮২ টাকা নির্ধারণ করা হয়েছে ।
স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম আগেরটাই রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতিভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা। ২১ ক্যারেটের রুপার ভরি দুই হাজার ৬ টাকা। ১৮ ক্যারেটের রূপার ভরি এক হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম এক হাজার ২৮৩ টাকা।