বজ্রপাতে তিন জনের মৃত্যু, আহত দুই
- সংবাদ প্রকাশের সময় : ০৯:২২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪ ৭০ বার পড়া হয়েছে
নওগাঁর দুই উপজেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া বজ্রপাতের বদলগাছী উপজেলায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৭ জুন) বিকেলে আলাদা সময়ে এ ঘটনা ঘটে।
পত্নীতলা থানার ওসি মোজাফফর হোসেন জানান,পত্নীতলা উপজেলার নাগর গোলা গ্রামে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলো-খাদেমুল (৫০) ও গাহন গ্রামে মনিকা (৩৫)। স্থানীয়রা বলেন, ঝড়ের সময় বাড়ির পাশে আম কুড়াতে যান খাদেমুল। এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। আর মনিকা বাড়ির উঠানে ধানের খড় শুকানোর সময় বজ্রপাতে মারা যান।
এদিকে, মান্দা থানার ওসি মোজ্জামেল হক জানান, শুক্রবার (৭ জুন) বিকেল মান্দা উপজেলার ভোলাম গ্রামে ধান শুকাছিলেন শামসুল আলম (৩৪)। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বদলগাছী থানার ওসি মাহবুবুর রহমান জানান, শুক্রবার (৭ জুন) বিকেল ৫টার দিকে বদলগাছী উপজেলার ঘাবনা গ্রামের মাঠে গবাদীপশুকে ঘাস খাওয়াচ্ছিলেন আব্দুল খালেক এবং হবিবুর রহমান। ঝড়-বৃষ্টি শুরু হলে তারা গাছের নিচে আশ্রয় নেয়। এ সময় বজ্রপাতে গাছের ডাল পড়ে তারা দুইজন আহত হন। এছাড়া বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় দুটি ছাগল।