রাজশাহীতে ঐতিহাসিক ছয় দফা দিবস পালিত
- সংবাদ প্রকাশের সময় : ০৫:০১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪ ৮৫ বার পড়া হয়েছে
রাজশাহীতে নগর আ’লীগের ঐতিহাসিক ছয় দফা দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শুক্রবার (৭ জুন ) সকাল ৯ টায় রাজশাহী মহানগর আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকারের নেতৃত্বে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ করা হয়। এরপর ১ মিনিট নিরবতা পালন করে।
আরও পড়ুন : মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী
এ সময় ডাবলু সরকার বলেন, ছয় দফার মধ্যেই স্বাধীনতার বীজ বুনে ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৬৬ সালে পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ছয় দফা দাবি পেশ করেন। জাতির জনকের নামে ‘আমাদের বাঁচার দাবি: ছয় দফা কর্মসূচি’ শীর্ষক মুক্তির সনদ হিসাবে বাঙালি জাতি গ্রহণ করেছিলেন এবং সেইদিন বাঙালি জাতি শপথ নিয়েছিলেন আমরা পরাধীনতায় থাকবো না আমরা আমাদের নিজস্ব সত্তায় চলতে চায় বলে ছয় দফাকে সমর্থন করেছিলেন বাঙালি জাতি।
এ সময় উপস্থিত ছিলেন-রাজশাহী মহানগর আরওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ রেজাউল ইসলাম বাবুল, মোঃ বদিউজ্জামান খায়ের,সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আজাদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ রবিউল ইসলাম রবি, উপ-দফতর সম্পাদক পঙ্কজ কুমার দে, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ মুকিদুজ্জামান জুরাত, উপ-প্রচার সম্পাদক মোঃ সিদ্দিক আলম, সদস্য সৈয়দ মন্তাজ আহমেদ, মোঃ আশরাফ উদ্দিন খান, মোঃ ইসমাইল হোসেন, মোঃ মুজিবুর রহমান,আশীষ তরু দে সরকার অর্পণ, মাসুদ আহমেদ প্রমুখ।