ভূমিসেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রেস কনফারেন্স
- সংবাদ প্রকাশের সময় : ০৯:০৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪ ৭৯ বার পড়া হয়েছে
আগামী ৮ জুন (শনিবার) থেকে ১৪ জুন (শুক্রবার) পর্যন্ত সারাদেশে ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উদযাপিত হবে। এ উপলক্ষে বিভাগীয় কমিশনার কার্যালয়ে বৃহস্পতিবার (৬ জুন) সকাল এক প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়।
কনফারেন্সে বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর ভূমিসেবা সপ্তাহ উদযাপন বিষয়ক বিভিন্ন তথ্য সাংবাদিকদের নিকট উপস্থাপন করেন।
এ সশয় বিভাগীয় কমিশনার বলেন, ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে রাজশাহী বিভাগের ৮টি জেলা, ৬৭টি উপজেলা, একটি থানা ভূমি অফিস, ৪২৫টি ইউনিয়ন ভূমি অফিস ও ২৩টি পৌর ভূমি অফিসে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব ভূমি অফিসে ভূমি সেবা ও তথ্য বুথ স্থাপন করে সাধারণ মানুষকে ভূমিসেবা দেয়া হবে। দীর্ঘদিন ধরে জমে থাকা ভূমি সংক্রান্ত সমস্যার সমাধান দেয়া হবে।
কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. ইমতিয়াজ হোসেন, জেলা প্রশাসক শামীম আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম কুমার, সহকারী কমিশনার (ভূমি) বোয়ালিয়া জুয়েল আহমেদ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।