নড়াইলে অস্ত্রসহ তিনজন গ্রেফতার
- সংবাদ প্রকাশের সময় : ০৫:০৬:৩০ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪ ১০১ বার পড়া হয়েছে
নড়াইলের কালিয়া পৌরসভার সিতারামপুর থেকে দেশীয় তৈরি একটি ওয়ান স্যুটার গানসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩১ মে) রাত ১১টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃর্তরা হলো-ইকবাল হোসেন মেলেকদার (৩৭), শেখ ওবাইদুল্লাহ ফকির (৩৮) এবং জাকারিয়া হুসাইন (৩৩)। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
শনিবার (১ জুন) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী হাসান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, তারেক আল মেহেদী,কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শামীম উদ্দিন উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শুক্রবার (৩১ মে) রাত ১১টার দিকেকালিয়া পৌরসভার সিতারামপুরে বেন্দারচরগামী সড়কের পাশে অবস্থান নেয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্রেফতাকৃতরা পালানোর চেষ্টা করে । পরে পুলিশ ধাওয়া করে তাদের অস্ত্রসহ গ্রেফতার করে।
কালিয়া থানার ওসি খন্দকার শামীম উদ্দিন জানান, এ ঘটনায় কালিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।