সংবাদ শিরোনাম ::
রেমালে ক্ষতিগ্রস্থ ১১৫ পরিবার পেলো খাদ্য সহায়তা
উত্তম কুমার হাওলাদার, পটুয়াখালী
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৪০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪ ১২৯ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ ১১৫ পরিবার পেলো খাদ্য সহায়তা। শুক্রবার (৩১ মে) বিকেল ৩টায় ব্রাকের উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়। সামগ্রীর মধ্যে ছিলো-চাল, ডাল, আলু, তৈল, পিয়াজ, লবন ও সাবান।
এসব ত্রাণ সামগ্রী হাতে পেয়ে খুশি ক্ষতিগ্রস্থ পরিবা্রগুলো । এ সময় ব্রাক জেলা সমন্বয়কারী মো.নেফাজ উদ্দিন বকুল, এরিয়াম্যানেজার (প্রগতি) রিয়াজ নাহিদ সোহাগ, এরিয়াম্যানেজা (দাবী) মো. সাইফুল ইসলাম, উপজেলা হিসাব ব্যবস্থাপক ফাতেমাতুজ জোহরা ও শাখা ম্যানেজার (দাবী) এমএ হান্নান ও কলাপাড়া থানার এএসআই প্রসিদ ভৌমিক উপস্থিত ছিলেন।
ব্রাক কলাপাড়া শাখা ম্যানেজার (দাবী) এমএ হান্নান জানিয়েছেন, তাদের এই কার্যক্রম চলমান রয়েছে।