জাবিতে ঈদের ছুটি শুরু
- সংবাদ প্রকাশের সময় : ০১:৩২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ ১৯০ বার পড়া হয়েছে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গ্রীষ্মকালীন ও ঈদ-উল আযহার ছুটি বৃহস্পতিবার (৩০ মে) থেকে শুরু হয়েছে । এ বছর, ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে ৩০ মে থেকে জুন মাসের মাসের ২০ তারিখ পর্যন্ত ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা।
রবিবার (২৬ মে ) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন রেজিস্ট্রার আবু হাসান।
আরও পড়ুন: এসএসসিতে ফেল করলেও ভর্তি হওয়া যাবে কলেজে
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , ৩০ মে থেকে আগামী ২০ জুন পর্যন্ত গ্রীষ্মকালীন ও ঈদুল আযহার ছুটিতে ক্লাসসমূহ বন্ধ থাকবে। তবে, গ্রীষ্মকালীন ছুটির মধ্যে মে মাসের পরো কোনো বিভাগের পরীক্ষা বাকি থাকলে সংশ্লিষ্ট বিভাগ পরীক্ষাগুলো সম্পন্ন করতে পারবে।
৩০ মে থেকে ৪ জুন পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটিতে বন্ধ থাকবে। আর জুন মাসের ৫ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত অফিসসমূহ যথারীতি চলবে। এরপর ১৩ জুন থেকে ২০ জুন পর্যন্ত ঈদুল আযহা উপলক্ষে অফিস সমূহ বন্ধ থাকবে।