ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

প্রচারণায় গিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নিখোঁজ, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
  • সংবাদ প্রকাশের সময় : ১১:২৩:১৩ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪ ১৩৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উপজেলা পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রীতি খন্দকার হালিমা নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় বুধবার (২৯ মে) প্রীতির স্বামী বিজয়নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

এর আগে মঙ্গলবার (২৮ মে) দুপুর ২টা থেকে বুধবার (২৯ মে) ১২টা পর্যন্ত প্রার্থীর খবর পাওয়া যায়নি বলে প্রীতি খন্দকারের স্বামী মাসুদ খন্দকার নিশ্চিত করেন।

তিনি বলেন, আগামী ৫ জুন বিজয়নগর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আমার স্ত্রী পদ্মফুল প্রতীক নিয়ে নির্বাচন করছে। সার্ভার ত্রুটির কারণে প্রীতির মনোনয়নপত্র জমা দিতে সমস্যা হওয়ায় হাইকোর্ট থেকে প্রার্থিতা ফিরে পান তিনি।

এর ধারাবাহিকতায় মঙ্গলবার (২৮ মে) দুপুরে দুইজন মহিলা সহযোগীকে নিয়ে নির্বাচনী প্রচারণায় যান প্রীতি। হরষপুরের ঋষি পাড়ায় নির্বাচনী প্রচার করতে যান তারা। বাকি দুজনকে বাইরে রেখে প্রীতি ভোটারদের সাথে কথা বলছিলেন। ১০ থেকে ২০মিনিট পার হলেও প্রীতি বের না হলে বাকি দুজন মহিলাও ভেতরে যান। ভেতরে গিয়ে প্রীতিকে খোঁজে পাননি তারা। পরে অনেকক্ষণ খোঁজাখুজি করে প্রীতিকে না পেয়ে তারা বাড়িতে চলে আসেন।

বিজয়নগর থানার ওসি মোঃ আসাদুল ইসলাম বলেন,এ ঘটনায় তার স্বামী থানায় জিডি করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রচারণায় গিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নিখোঁজ, থানায় জিডি

সংবাদ প্রকাশের সময় : ১১:২৩:১৩ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪

উপজেলা পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রীতি খন্দকার হালিমা নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় বুধবার (২৯ মে) প্রীতির স্বামী বিজয়নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

এর আগে মঙ্গলবার (২৮ মে) দুপুর ২টা থেকে বুধবার (২৯ মে) ১২টা পর্যন্ত প্রার্থীর খবর পাওয়া যায়নি বলে প্রীতি খন্দকারের স্বামী মাসুদ খন্দকার নিশ্চিত করেন।

তিনি বলেন, আগামী ৫ জুন বিজয়নগর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আমার স্ত্রী পদ্মফুল প্রতীক নিয়ে নির্বাচন করছে। সার্ভার ত্রুটির কারণে প্রীতির মনোনয়নপত্র জমা দিতে সমস্যা হওয়ায় হাইকোর্ট থেকে প্রার্থিতা ফিরে পান তিনি।

এর ধারাবাহিকতায় মঙ্গলবার (২৮ মে) দুপুরে দুইজন মহিলা সহযোগীকে নিয়ে নির্বাচনী প্রচারণায় যান প্রীতি। হরষপুরের ঋষি পাড়ায় নির্বাচনী প্রচার করতে যান তারা। বাকি দুজনকে বাইরে রেখে প্রীতি ভোটারদের সাথে কথা বলছিলেন। ১০ থেকে ২০মিনিট পার হলেও প্রীতি বের না হলে বাকি দুজন মহিলাও ভেতরে যান। ভেতরে গিয়ে প্রীতিকে খোঁজে পাননি তারা। পরে অনেকক্ষণ খোঁজাখুজি করে প্রীতিকে না পেয়ে তারা বাড়িতে চলে আসেন।

বিজয়নগর থানার ওসি মোঃ আসাদুল ইসলাম বলেন,এ ঘটনায় তার স্বামী থানায় জিডি করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।