‘মন্ত্রী-মিনিস্টার হতে পারতাম, সেদিকে যাইনি’
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪ ৯৫ বার পড়া হয়েছে
নায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন,বেদের মেয়ে জোসনা দিয়েই মন্ত্রী-মিনিস্টার হতে পারতাম। কিন্তু আমি সেদিকে যাইনি। দেশের জন্য, মানুষের কল্যাণের জন্য যা প্রয়োজন তাই করেছি। এখনো যে এসব অফার করে না, তা না। আমি জানি, সেগুলো করতে গেলে আমার প্রতি দেশের মানুষের যে ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস তা রাখতে পারব না।
শনিবার (২৫ মে) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বাতেন খাঁর মোড়ে ভিসতা ইলেকট্রনিকসের শো-রুমের উদ্বোধনী তিনি এসব কথা বলেন।
এ সময় ইলিয়াস কাঞ্চন আরও বলেন, কেউ পৃথিবীতে বেঁচে থাকবে না। আমিও চলে যাব। কিন্তু আমার কামনা একটায়, আমি মরে গেলে যেন দেশের মানুষ কাঁদে। এতটুকুই অর্জন করতে চাই, এরচেয়ে বেশি কিছু চাই না।
শো-রুম উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-ভিসতা ইলেকট্রনিকস এর ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ, নিরাপদ সড়ক চাই-নিসচার মহাসচিব ও ভিসতা ইলেকট্রনিকস এর উপদেষ্টা একে আজাদ হোসেন, সড়ক চাই-নিসচা রাজশাহী শাখার সভাপতি অ্যাড. তৌফিক আহসান, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক রফিক হাসান বাবলু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ওবায়েদ পাঠান।