পোস্ট অফিসে জমানো টাকার হদিস না পেয়ে নারীর আত্মহত্যার চেষ্টা
- সংবাদ প্রকাশের সময় : ১০:৫০:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪ ৮৯ বার পড়া হয়েছে
রাজশাহীর তানোর পোস্ট অফিসে জমাকৃত ২ লাখ টাকার হদিস না পেয়ে এক নারী আত্মহত্যার চেষ্টা করেছেন। ওই নারীর নাম-পারুল বেগম। বৃহস্পতিবার (২৩ মে) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
শুক্রবার )২৪ মে) সকালে এলাকায় জানাজানি হয়। পারুল রাজশাহীর তানোর উপজেলার গোকুল গ্রামের মৃত এনামুল হাসান রনির স্ত্রী।
পারুল বলেন, পোস্ট অফিসে ২ লাখ টাকা রেখেছি। পুরো টাকাই গায়েব হয়েছে। আমার স্বামী ব্লাড ক্যানসারে মারা গেছে। আমার এতিম বাচ্চা আছে। মেয়েকে বিয়ে দিয়েছি। মেয়ে ৬ মাসের গর্ভবতী। আমি নভেম্বর মাসে টাকা পাবো বলে ডিসেম্বর মাসে জামাই-বিটিকে (মেয়ে) এক লাখ টাকা দেয়ার কথা। ছয় মাস থেকে ঘুরছি।
জানা গেছে, তানোর পোস্ট অফিসে পারুলসহ আরো ৩০০ গ্রাহকের টাকা গায়েব হয়ে গেছে। আর সেই টাকার বিষয়ে কয়েক দফা তানোর পোস্ট অফিসে ঘুরেছেন পারুল বেগম। এর আগেও তিনি তানোর পোস্ট অফিসে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। একইভাবে বৃহস্পতিবার (২৩ মে) আত্মহত্যার চেষ্টা করেন তিনি।
এ বিষয়ে পোস্টমাস্টার আবদুল মালেক বলেন, পোস্ট অফিসের গ্রাহক ৩০০ জন। তাদের মধ্যে কতো জনের টাকা আত্মসাৎ হয়েছে তা তদন্তের বিষয়। তবে পোস্ট অফিসে পারুল নামের এক নারী আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
তানোর থানার ওসি আব্দুর রহিম বলেন, ভুক্তভোগী পারুল পোস্ট অফিসে এসে টাকা না পেয়ে আত্মহত্যা করার কথা বলেন। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।