সংবাদ শিরোনাম ::
রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়ে গেছে তিন শতাধিক বসতি
কক্সবাজার প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৫:০৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪ ৬৯ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ পুড়ে গেছে ৩ শতাধিক বসতি। শুক্রবার (২৪ মে) সকাল সাড়ে ১১টার দিকে ক্যাম্পের ১৩ নম্বর তাজনিমার খোলা ক্যাম্পের ডি ব্লকের একটি বাজারে প্রথমে আগুন লাগে। এরপর আগুন পাশেরক্যাম্পের বসতঘরে ছড়িয়ে পড়ে।
তবে রোহিঙ্গাদের দাবি করেছেন, ১৩ নম্বর ক্যাম্পের ডি ব্লকে এনজিও কারিতাসের বিতরণ সেন্টার থেকে আগুনের সূত্রপাত।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা জানিয়েছেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুপুর দেড়টায়ও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
তিনি জানান, ঘটনাস্থলে সেনাবাহিনী,রেড ক্রিসেন্ট, এপিবিএনসহ বিভিন্ন সংস্থার কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেছে।