ঢাকা ০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

উপজেলা নির্বাচন/ জাল ও প্রকাশ্যে ভোট, গোপন কক্ষে এজেন্ট

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৫৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪ ৮১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উপজেলা পরিষদ নির্বাচনে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভোট কেন্দ্রে প্রার্থীর সমর্থকদের প্রভাব বিস্তার, জাল ভোট, গোপন কক্ষে এজেন্টদের নজরদারি, ফোন ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। আড়াইহাজার উপজেলার অধিকাংশ ভোট কেন্দ্রে দোয়াত কলম প্রতীকের এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ করেছেন প্রার্থী শাহজালাল মিয়া। তবে আইনশৃঙ্খলা বাহিনী দাবি, সুষ্ঠু পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে।

উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজালাল। চেয়ারম্যান পদে আরও প্রতিদ্বন্দ্বীতা করছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি কাজী সুজন ইকবাল (আনারস প্রতীক) ও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম (ঘোড়া প্রতীক)।

এরমধ্যে সাইফুল ইসলামকে নিজের প্রার্থী ঘোষণা করেন আড়াইহাজারের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবু। মঙ্গলবার (২১ মে) সকাল ৯টায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের সেন্ট্রাল করোনেশন স্কুল এন্ড কলেজের নারী ও পুরুষ কেন্দ্র ঘুরে দেখা যায়, কেন্দ্র দুটিতে দোয়াত কালি প্রতীকের কোনো পোলিং এজেন্ট নেই। ভোট শুরুর প্রথম ঘন্টায় কেন্দ্রটির ১০টি বুথে গড়ে ৩ থেকে ৭টি ভোট কাস্ট হয়েছে। তবে ১০ মিনিটের ব্যবধানে এ চিত্র পরিবর্তন হতে দেখা যায়।

সকাল ৯টা ১০ মিনিটে হঠাৎ কেন্দ্রটিতে প্রবেশ করে ৩০ থেকে ৪০ জন নারী ভোটার। ঘোড়া প্রতীকের ব্যাচধারী একজন নারী সর্থমককে প্রভাব বিস্তার করতে দেখা যায়। তিনি ভোটারদের নিয়ে কেন্দ্রে প্রবেশ করেন এবং কে কোন বুথে ভোট দিবেন তা দেখিয়ে দেন। এ সময় জানতে চাইলে তিনি জানান, তার নাম তামান্না আক্তার। তিনি ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি।

মঙ্হলবার (২১ মে) সকালে সাড়ে ১০টায় ৯৮নং দড়ি সত্যভান্দী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দিয়ে দেখা যায়, কেন্দ্রের বাইরে মানুষের জটলা থাকলেও ভিতরে ভোটার উপস্থিতি কম। তবে বুথগুলো ঘুরে দেখা যায়, লাইন না থাকলেও বুথগুলোতে গড়ে ৮০ থেকে ৯০ ভোট কাস্ট হয়েছে।

এ সময় পুরুষ কেন্দ্রের ১নম্বর বুথে একজনকে প্রকাশ্যে ঘোড়া প্রতীকে ভোট দিতে দেখা যায়। এরপর পুনরায় ভোটার লাইনে এবং ভোট দেওয়ার উদ্দেশ্যে সহকারী প্রিজাইডিং অফিসারের সামনে গেলে তার হাতের আঙ্গুলের অমুছনীয় কালি দেখিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে ওই ভোটার বলেন, আমি ভোট দেয়নি। এ সময় কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার লোকটিকে বাইরে নিয়ে যান এবং কোনো আইনী ব্যবস্থা ছাড়াই ছেড়ে দেন।

প্রিজাইডিং অফিসারের সাথে আরেকটি বুথে প্রবেশ করলে আনারস প্রার্থীর পোলিং এজেন্ট সাইফুল ইসলামকে গোপনে কক্ষে নজরদারি করতে দেখা যায়। পরে তাকে প্রিজাইডিং অফিসারের কক্ষে নিয়ে যাওয়া হয় এবং সংবাদকর্মীদের সংবাদ না করার অনুরোধ করেন তারা।

প্রিজাইডিং অফিসার মুরাদ হোসেন ভূঁইয়া বলেন, নিয়মতান্ত্রিকভাবে কাজ করার চেষ্টা করছি। কিন্তু আমি একদিকে গেলে অন্যদিকে কাজ এসব কাজ করছে। এর জন্য দুঃখীত।

এদিকে সরকারি সফর আলী কলেজ কেন্দ্রে দোয়াত কলম প্রতীকের প্রার্থী মো. শাহজালাল মিয়া বলেন, ভোট কেন্দ্রে কোথাও আমার এজেন্টদের বের করে দিচ্ছে, কোথাও রাস্তা থেকে ভয়ভীতি দেখিয়ে ভোট কেন্দ্রে ঢুকতে দেয়নি।

এ বিষয়ে স্থানীয় এমপি নজরুল ইসলাম বলেন, ভোট দেয়ার জন্য আমি পথে আছি। কেউ আমার নাম বললেই সেটা সত্য হবে এমন নয়। আমি যতটুকু জানি নির্বাচন সুষ্ঠু হচ্ছে এবং ভোটারদের ব্যাপক উপস্থিতি রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা বলেন, কিছু অভিযোগ আমরা পেয়েছি। অনেক কেন্দ্রে এজেন্ট ছিল না। আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি, এজেন্ট চলে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উপজেলা নির্বাচন/ জাল ও প্রকাশ্যে ভোট, গোপন কক্ষে এজেন্ট

সংবাদ প্রকাশের সময় : ০১:৫৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪

উপজেলা পরিষদ নির্বাচনে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভোট কেন্দ্রে প্রার্থীর সমর্থকদের প্রভাব বিস্তার, জাল ভোট, গোপন কক্ষে এজেন্টদের নজরদারি, ফোন ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। আড়াইহাজার উপজেলার অধিকাংশ ভোট কেন্দ্রে দোয়াত কলম প্রতীকের এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ করেছেন প্রার্থী শাহজালাল মিয়া। তবে আইনশৃঙ্খলা বাহিনী দাবি, সুষ্ঠু পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে।

উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজালাল। চেয়ারম্যান পদে আরও প্রতিদ্বন্দ্বীতা করছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি কাজী সুজন ইকবাল (আনারস প্রতীক) ও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম (ঘোড়া প্রতীক)।

এরমধ্যে সাইফুল ইসলামকে নিজের প্রার্থী ঘোষণা করেন আড়াইহাজারের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবু। মঙ্গলবার (২১ মে) সকাল ৯টায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের সেন্ট্রাল করোনেশন স্কুল এন্ড কলেজের নারী ও পুরুষ কেন্দ্র ঘুরে দেখা যায়, কেন্দ্র দুটিতে দোয়াত কালি প্রতীকের কোনো পোলিং এজেন্ট নেই। ভোট শুরুর প্রথম ঘন্টায় কেন্দ্রটির ১০টি বুথে গড়ে ৩ থেকে ৭টি ভোট কাস্ট হয়েছে। তবে ১০ মিনিটের ব্যবধানে এ চিত্র পরিবর্তন হতে দেখা যায়।

সকাল ৯টা ১০ মিনিটে হঠাৎ কেন্দ্রটিতে প্রবেশ করে ৩০ থেকে ৪০ জন নারী ভোটার। ঘোড়া প্রতীকের ব্যাচধারী একজন নারী সর্থমককে প্রভাব বিস্তার করতে দেখা যায়। তিনি ভোটারদের নিয়ে কেন্দ্রে প্রবেশ করেন এবং কে কোন বুথে ভোট দিবেন তা দেখিয়ে দেন। এ সময় জানতে চাইলে তিনি জানান, তার নাম তামান্না আক্তার। তিনি ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি।

মঙ্হলবার (২১ মে) সকালে সাড়ে ১০টায় ৯৮নং দড়ি সত্যভান্দী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দিয়ে দেখা যায়, কেন্দ্রের বাইরে মানুষের জটলা থাকলেও ভিতরে ভোটার উপস্থিতি কম। তবে বুথগুলো ঘুরে দেখা যায়, লাইন না থাকলেও বুথগুলোতে গড়ে ৮০ থেকে ৯০ ভোট কাস্ট হয়েছে।

এ সময় পুরুষ কেন্দ্রের ১নম্বর বুথে একজনকে প্রকাশ্যে ঘোড়া প্রতীকে ভোট দিতে দেখা যায়। এরপর পুনরায় ভোটার লাইনে এবং ভোট দেওয়ার উদ্দেশ্যে সহকারী প্রিজাইডিং অফিসারের সামনে গেলে তার হাতের আঙ্গুলের অমুছনীয় কালি দেখিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে ওই ভোটার বলেন, আমি ভোট দেয়নি। এ সময় কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার লোকটিকে বাইরে নিয়ে যান এবং কোনো আইনী ব্যবস্থা ছাড়াই ছেড়ে দেন।

প্রিজাইডিং অফিসারের সাথে আরেকটি বুথে প্রবেশ করলে আনারস প্রার্থীর পোলিং এজেন্ট সাইফুল ইসলামকে গোপনে কক্ষে নজরদারি করতে দেখা যায়। পরে তাকে প্রিজাইডিং অফিসারের কক্ষে নিয়ে যাওয়া হয় এবং সংবাদকর্মীদের সংবাদ না করার অনুরোধ করেন তারা।

প্রিজাইডিং অফিসার মুরাদ হোসেন ভূঁইয়া বলেন, নিয়মতান্ত্রিকভাবে কাজ করার চেষ্টা করছি। কিন্তু আমি একদিকে গেলে অন্যদিকে কাজ এসব কাজ করছে। এর জন্য দুঃখীত।

এদিকে সরকারি সফর আলী কলেজ কেন্দ্রে দোয়াত কলম প্রতীকের প্রার্থী মো. শাহজালাল মিয়া বলেন, ভোট কেন্দ্রে কোথাও আমার এজেন্টদের বের করে দিচ্ছে, কোথাও রাস্তা থেকে ভয়ভীতি দেখিয়ে ভোট কেন্দ্রে ঢুকতে দেয়নি।

এ বিষয়ে স্থানীয় এমপি নজরুল ইসলাম বলেন, ভোট দেয়ার জন্য আমি পথে আছি। কেউ আমার নাম বললেই সেটা সত্য হবে এমন নয়। আমি যতটুকু জানি নির্বাচন সুষ্ঠু হচ্ছে এবং ভোটারদের ব্যাপক উপস্থিতি রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা বলেন, কিছু অভিযোগ আমরা পেয়েছি। অনেক কেন্দ্রে এজেন্ট ছিল না। আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি, এজেন্ট চলে এসেছে।