ঝালকাঠিতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
- সংবাদ প্রকাশের সময় : ০১:১০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪ ৭৮ বার পড়া হয়েছে
ঝালকাঠি নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঢাপড় গ্রামের শিল্পনগরী বিসিকের পিছনে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। সোমবার (২০ মে) রাতে এ ঘটনা ঘটে । বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুরাদ আলী।
নিহতের পকেটে আইডি কার্ডের ফটোকপি পাওয়া গেছে। সে অনুযায়ী পুলিশ ধারণা তার নাম রিয়াজ ফকির। আইডি কার্ডের সূত্র ধরেই তার পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা এসে শনাক্ত করার পরে বিষয়টি নিশ্চিত হবে পুলিশ।
জানা গেছে, রোববার (১০ মে) রাত ২টার দিকে নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঢাপর এলাকায় চোর সন্দেহে এলাকাবাসী তাকে গণপিটুনি দেয়। এতে তিনি নিহত হয়। সোমবার (২০ মে) সকালে তাকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন।
ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.টি এম মেহেদী হাসান সানি বলেন, মৃত্যু অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়।