সংবাদ শিরোনাম ::
বিএসএফের গুলিতে নিহত দুই যুবকের মরদেহ হস্তান্তর
মো. মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড়
- সংবাদ প্রকাশের সময় : ০৭:০৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪ ৯২ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের তেতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশি যুবকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। নিহতরা হলো-ইয়াসিন আলী (২৪) ও আব্দুল জলিলের (২৩)।
শুক্রবার (১০ মে) সন্ধ্যায় বিজিবির উপস্থিতিতে তেতুলিয়া মডেল থানা পুলিশের কাছে মরদেহ দু’টি হস্তান্তর করে বিএসএফ। নিহত ইয়াসিন আলী উপজেলার সদর ইউনিয়নের মাগুরা গ্রামের জুনু মিয়ার ছেলে। আর আব্দুল জলিল একই উপজেলার তিরনই হাট ইউনিয়নের কিতাব আলীর ছেলে।
এর আগে গত মঙ্গলবার রাতে অবৈধভাবে ভারতের প্রবেশের চেষ্টাকালে বিএসএফের গুলিতে মারা যায় বাংলাদেশি দুই যুবক। এর পরদিন সকালে বিএসএফ উদ্ধার করে ভারতীয় ফাঁসি দেওয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে তেতুলিয়া মডেল থানার ওসি সুজয় কুমার বলেন, মরদেহ গ্রহণ করে আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।