সংবাদ শিরোনাম ::
শর্টসার্কিটের আগুনে পুড়লো ১১ দোকান
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪ ৫৯ বার পড়া হয়েছে
সরাইলে শর্টসার্কিটের আগুনে ১১ দোকান ভস্মীভূত হয়েছে। শুক্রবার (১০ মে) ভোরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দ্বিতীয় গেট এলাকায় এ ঘটনা ঘটে।
সরাইল ফায়ার সার্ভিসের লিডার রিয়াজ মাহমুদ জানান, অগ্নিকাণ্ডের খবরে সরাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যেই ১১ দোকান পুড়ে যায়। এরমধ্যে হার্ডওয়্যার, সেলুন, মোবাইল বিক্রি ও সার্ভিসিংসহ বিভিন্ন দোকান ছিল।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতি হয়েছে অন্তত ১৫ লাখ টাকার।