দেশের বাজারে স্বর্ণের দাম নিম্নমুখী
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৫১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ ৯৫ বার পড়া হয়েছে
দেশের বাজারে ২৪ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমলো স্বর্ণের দাম। এ নিয়ে ছয়দিনে টানা পাঁচ দফায় কমলো স্বর্ণের দাম।
রোববার (২৮ এপ্রিল) ২২ ক্যারেটের ভরি প্রতি স্বর্ণের দাম কমানো হয়েছে ৩১৫ টাকা। এর ফলে ভরিপ্রতি দাম ১ লাখ ১২ হাজার ৬১৬ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)’র সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম রোববার (২৮ এপ্রিল) ৪টা থেকে কার্যকর হয়।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণে ৩০৪ টাকা কমিয়ে এক লাখ ৭ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটে এক ভরি স্বর্ণে ২৫৬ টাকা কমিয়ে ৯২ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করা হয়।
সনাতন পদ্ধতির ভরি প্রতি স্বর্ণের দাম কমেছে ২১০ টাকা।
এর আগে শনিবার (২৭ এপ্রিল) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ৬৩০ টাকা কমিয়েছিলো বাজুস। এর আগে টানা তিনদিন ২৩, ২৪ ও ২৫ এপ্রিল স্বর্ণের দাম কমানো হয়। ২৩ এপ্রিল ২২ ক্যারেটের এ ভরি স্বর্ণে কমেছে ৩ হাজার ১৩৮ টাকা, ২৪ এপ্রিল কমেছে দুই হাজার ৯৯ টাকা এবং ২৫ এপ্রিল কমেছে দাম ৬৩০ টাক ।