পল্লী বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে শিশুসহ ৩ জনের মৃত্যু
- সংবাদ প্রকাশের সময় : ১১:০৪:০১ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ৮২ বার পড়া হয়েছে
বরিশাল বাকেরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট ছেড়া তারে জড়িয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) ঢালমারা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মোল্লার বাড়ী সংলগ্ন জলাশয়ে পল্লী বিদ্যুতের তার ছিড়ে পরে থাকে ওই এলাকার বিদ্যুৎ লাইন বন্ধ করা হয়নি। শনিবার (২৭ এপ্রল) বেলা ১১টার দিকে সালমান ( ৫) খেলতে খেলতে বৈদ্যুতিক তারের কাছে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এই দৃশ্য দেখে তার বোন রেজবী (৯) দৌড়ে ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এর কিছুক্ষণ পর সন্তানদের এমন অবস্থায় দেখে ছুটে যান তাদের মা সোনিয়া বেগম (৩০)। তিনিও তার সন্তানদের স্পর্শ করার সাথে সাথে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহতর ঘটনা জানতে পেরে ছুটে যান বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান, বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আফজাল হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ গোলাম মোস্তফা, বাকেরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার, গোবিন্দ চন্দ্র,এলাকাবাসি সুস্ঠ তদন্ত সাপেক্ষে বিদ্যুৎ বিভাগের র্ককতাদের বিচারের দাবী জানান।