সংবাদ শিরোনাম ::
২৬ ঘণ্টা পর অপহৃত চিকিৎসক উদ্ধার
কক্সবাজার প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ১০:৪২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ৭৯ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফের শিলখালী পাহাড়ি এলাকা থেকে অপহরণের ২৬ ঘণ্টা পর পল্লী চিকিৎসকসহ দুইজনকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ এপ্রিল) রাত ১১টার দিকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধারকৃতরা হলো-পল্লী চিকিৎসক মো: জহির উদ্দিন (৫১) এবং মুহাম্মদ রফিক (৩২)।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি এর সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের অভিযানের মুখে পল্লী চিকিৎসকসহ অপহৃত দু’জনকে পাহাড়ি এলাকায় ছেড়ে দিয়ে যায় অপহরণকারীরা। এরপর সেখান থেকে তাদের উদ্ধার করা হয়।
রোববার (২২ এপ্রিল) রাত ৯টার দিকে বাড়ি ফেরার পথে টেকনাফের হোয়াইক্যং-শামলাপুর ঢালায় সিএনজি অটোরিকশা থামিয়ে পল্লী চিকিৎসক জহির ও রফিককে অপহরণ করে দুর্বৃত্তরা।