‘দপ্তরি যেমন ঘণ্টা বাজায়, জিয়াউর রহমানও তেমনি স্বাধীনতার ঘোষণা পাঠ করেন’
- সংবাদ প্রকাশের সময় : ০৪:০৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ২০৯ বার পড়া হয়েছে
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দপ্তরি যেমন স্কুল ঘণ্টা বাজায়, তেমনি জিয়াউর রহমানও স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন বঙ্গবন্ধুর পক্ষে। জীবদ্দশায় জিয়াউর রহমান কখনো শুনেননি তিনি স্বাধীনতার ঘোষক।
এ সময় মন্ত্রী বলেন, বিএনপি নেতারা জিয়াউর রহমানকে নিয়ে যেসব কথা বলেন তা শুনলে জিয়াউর রহমানও কবরে শুয়ে লজ্জা পেয়ে যেতেন।
শুক্রবার (২৯ মার্চ) রাজধানীর প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আব্দুল মোমেন খানকে জিয়াউর রহমান মন্ত্রী বানিয়েছিল। তখন সংসদে মঈন খান বলেছিলেন, দরকার পড়লে দেশ বিক্রি করে দেবো।
হাসান মাহমুদ বলেন, দেশ যখনই সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছিল তখনই হত্যা করা হয় বঙ্গবন্ধুকে। বিএনপি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বানানোর জন্য যেভাবে তোড়জোড় করছে জিয়াও তা কখনো করেনি। জিয়াউর রহমান পাকিস্তানিদের পক্ষে কাজ করেছে। তিনি আওয়ামী লীগের অধীনেই বেতনভুক্ত কর্মচারী ছিলেন।