সংবাদ শিরোনাম ::
আদমদীঘিতে গণহত্যা দিবসে আলোচনা সভা
আবু বকর সিদ্দিক বক্কর, আদমদিঘী (বগুড়া)
- সংবাদ প্রকাশের সময় : ০৫:০৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪ ৯৮ বার পড়া হয়েছে
বগুড়ার আদমদিঘী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সভাকক্ষে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত এবং প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়েছে।
সোমবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টার সময় উপজেলার সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় গণহত্যার উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়েছে।
ইউএনও রুমানা আফরোজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোরশেদ, বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় কূমাল পাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলে রাব্বি, থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী, উপজেলা নির্বাহী প্রকৌশলী রিপন কুমার শাহ্।