আদমদীঘিতে ট্যাপেন্টাডলসহ দুই যুবক গ্রেপ্তার
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৫:২০ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪ ৭৪ বার পড়া হয়েছে
বগুড়া জেলার আদমদীঘিথৈ ১০০ পঞ্চাশ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আদমদীঘি থানা পুলিশ। উপজেলার সদর ইউনিয়নের বীজের মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- রাতুল হাসান লিমন (২১) ও তরিকুল ইসলাম (৩৭)। তাদের বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৩ মার্চ) সকালে আদালতে পাঠানো হয়েছে।
আদমদীঘি থানার উপ-পরিদর্শক প্রদীপ কুমার বর্মন এর সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২২ মার্চ) রাতে আদমদীঘি ব্রীজের মোড় এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করার হয়। এরপর তাদের শরীর তল্লাশি করে ১৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, শুক্রবার রাতে নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদককারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।