সংবাদ শিরোনাম ::
হাসপাতালে অমিতাভ বচ্চন
বাংলা টাইমস ডেস্ক
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪ ১৬১ বার পড়া হয়েছে
অসুস্থ হাসপাতালে ভর্তি হয়েছেন অমিতাভ বচ্চন। মোম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি রয়েছেন বিগ বি। খবর অনুযায়ী অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে তার। এ খবর নিশ্চিত করেছেন অমিতাভ বচ্চন নিজেই।
শুক্রবার (১৫ মার্চ) সকালে ভর্তি করা হয় অমিতাভ বচ্চনকে। তার অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। অমিতাভ নিজেই অস্ত্রোপচারের পর টুইট করে লিখেছেন, ‘আপনাদের ধন্যবাদ।’
এর আগে গত বছর মার্চে ছবির শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন অমিতাভ বচ্চন। বুকের পাঁজরের তরুণাস্থি ও ডান পাঁজরের পেশি ছিঁড়ে যাওয়ার কথা জানিয়েছিলেন বিগ বি নিজেই। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামেও ছিলেন।