সংবাদ শিরোনাম ::
যুবকদের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক,ব্রাহ্মণবাড়িয়া
- সংবাদ প্রকাশের সময় : ১০:৩৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪ ৮৭ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের চান্দি গ্রামে চান্দি যুব কল্যাণ সংগঠনের উদ্যোগে দুইশত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে যুবকরা।
বৃহস্পতিবার (৭মার্চ)সকালে চান্দি যুব কল্যাণ সংগঠনের উদ্যোগে স্থানীয় ঈদগাহ মাঠে এসব সামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ভূূইয়া। অনুষ্ঠানে তেল, চিনি, ছোলা বুট, ডাল, মুড়ি, শরবত, আলু ইত্যাদি বিতরণ করা হয়।
এ সময় বক্তারা বলেন, গরীব-দুখী মানুষ যাতে রমজানে রোজা রেখে ভালোভাবে ইফতার করতে পারেন এজন্য সংগঠনের পক্ষ থেকে সাধ্য অনুযায়ী ইফতার সামগ্রী দেয়া হয়েছে।