সংবাদ শিরোনাম ::
প্রাণে বাঁচলেন জেলেনস্কি
বাংলা টাইমস ডেস্ক
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪ ১৪১ বার পড়া হয়েছে
অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের ওডেসা নগরীতে ওই রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৫ জন নিহত হয়েছেন।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বুধবার (৬ মার্চ) ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় অনেক হতাহত হয়েছেন। হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ঘটনার সময় ইউক্রেনের নৌবাহিনীর ওই মুখপাত্র ইউক্রেনের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট জেলেনস্কির সাথেই ছিলেন। জেলেনস্কি রাশিয়ার হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ পরিদর্শন করছিলেন। এমন সময় ক্ষেপণাস্ত্রটি জেলেনস্কির কাছ থেকে মাত্র ১ হাজার ৫০০ ফুট দূরে পড়ে।
জেলেনস্কি জানান, তিনি ক্ষেপণাস্ত্র হামলাস্থলের এতোটা কাছে ছিলেন যে, তিনি এর শব্দ শুনতে পেয়েছেন।