জমমানবশূন্য যে গ্রামে নেই কোনো ভোটার
- সংবাদ প্রকাশের সময় : ১১:১৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪ ১৩৪ বার পড়া হয়েছে
পশ্চিম ভবানীপুর। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপের হাট ইউনিয়নের ২২টি গ্রামের মধ্যে একটি। আর দশটা জনপদের মতই গ্রামটি। তবে প্রায় ১২শ একর আয়তনের গ্রাম প্রায় জনবসতিশূন্য।
জমমানবশূন্য এই গ্রামে নেই কোনো ভোটার। নেই শিক্ষা, স্বাস্থ্যসেবা’সহ মৌলিক সুযোগ-সুবিধাও। আগে এই গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের বসবাস ছিল। তবে দেশভাগ আর মুক্তিযুদ্ধের সময় পর্যায়ক্রমে তারা এলাকা ছেড়ে চলে যান। তখন থেকেই ফাঁকা পড়ে আছে গ্রামটি। কথা হয় গ্রামের বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথেও। শিক্ষা প্রতিষ্ঠান দূরে থাকায় তাদের অনেক ভোগান্তিতে পড়তে হয়।
এই ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান শফিকুল ইসলাম মিন্টুর মৃত্যুতে সম্প্রতি শূন্য হয় পদটি। ৯ মার্চ ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচন। নির্বাচন কমিশনের খাতায় পশ্চিম ভবানীপুরের নাম থাকলেও কোনো ভোটার নেই। সম্প্রতি পাশের গ্রাম থেকে এখানে এসে বসবাস করছে বেশ কয়েকটি পরিবার। তবে তারা সবাই অন্য গ্রামের ভোটার।
৬ নং ধাপেরহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন বলেন, ২২টি মৌজার মধ্যে এই একটি মৌজায় কোনো বসতি নেই।
ধাপেরহাট ইউনিয়ন পরিষদের প্যানেল মেয়র শাহাদত হোসেন বলেন, গ্রামটিতে কোনো ভোটার নেই। যারা আছেন তারা পার্শ্ববর্তী গ্রামের ভোটার।