খিলক্ষেতে ধর্ষণকারীকে পুলিশের কাছ থেকে কেড়ে নিয়ে পিটিয়ে হত্যা

- সংবাদ প্রকাশের সময় : ১২:৫১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫ ২৫ বার পড়া হয়েছে
রাজধানীর খিলক্ষেতে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক কিশোরকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে গণপিটুনি দিয়ে তাকে হত্যা করে উত্তেজিত জনতা।
আরও পড়ুন :পল্লবীতে নারী সাংবাদিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
মঙ্গলবার (১৮ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটেছে।
অভিযুক্ত কিশোরের নাম জান। তার বয়স আনুমানিক ১৬ অথবা ১৭ বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, পুলিশের গাড়ির ওপরে উঠে অভিযুক্ত কিশোরকে মারছে উত্তেজিত জনতা। এসময় পুলিশের গাড়িটিও ভেঙে দেয় তারা।
আরও পড়ুন :এনজিও’র পুরুষ কর্মীকে বেঁধে নারী কর্মীকে নগ্ন করে নির্যাতন
এরপর সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। উত্তেজিত জনতাকে শান্ত করে মরদেহ উদ্ধার করে তারা।
আরও পড়ুন :নাশকতার পরিকল্পনা আরকান আর্মির
খিলক্ষেত থানার ডিউটি অফিসার এএসআই ইসমাইল হোসেন বলেন, মধ্যপাড়া এলাকায় এক ধর্ষককে স্থানীয়দের মারপিটের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ওই ধর্ষককে আটক করে থানায় নিয়ে আসার পথে সেখানে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়িতে হামলা করে ধর্ষককে গাড়ি থেকে নামিয়ে আনে। এরপর বিক্ষুব্ধরা ওই ধর্ষক যুবককে পিটিয়ে হত্যা করে। একপর্যায়ে উপস্থিত পুলিশ সদস্যদের উপর হামলা করে বিক্ষুব্ধ জনতা।
তিনি আরও জানান, রাত সোয়া ১২টা পর্যন্ত তাদের ৭-৮ জন পুলিশ সদস্যকে এলাকাবাসী আটকে রেখেছে। তদন্ত ওসিসহ পাঁচজনকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।