ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ১৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সাগর-রুনি হত্যা

১১৫ বার পেছালো মামলার তদন্ত প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:০৯:২৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫ ২৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাংবাদিক দম্পতি সাগর ও রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পেছানো হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত প্রতিবেদন দাখিলের জন্য নতুন করে ২ মার্চ দিন ধার্য করেছেন। এ নিয়ে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১১৫ বার পেছালো।

আদালত সূত্রমতে, এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারিত ছিল। তবে তদন্তকারী কর্মকর্তা ও পিবিআইয়ের অতিরিক্ত এসপি মো. আজিজুল হক প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় আদালত নতুন দিন ধার্য করেন।

মামলার আসামিরা হলো-রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুন, আবু সাঈদ, সাগর-রুনির বাড়ির দুই নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল ও এনায়েত আহমেদ এবং তাদের ‘বন্ধু’ তানভীর রহমান খান। এর মধ্যে তানভীর ও পলাশ জামিনে রয়েছেন, বাকিরা কারাগারে আটক।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে তাদের বাসায় নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনার পর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

প্রাথমিকভাবে থানার উপ-পরিদর্শক মামলার তদন্ত শুরু করলেও রহস্য উদঘাটনে ব্যর্থ হন। পরে দায়িত্ব ডিবির কাছে হস্তান্তর করা হয়। দুই মাসেরও বেশি সময় ধরে ডিবি তদন্তে কোনো অগ্রগতি না করতে পারায় হাইকোর্টের নির্দেশে ২০১২ সালের ১৮ এপ্রিল মামলাটি র‌্যাবের হাতে তুলে দেওয়া হয়।

২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট মামলাটির তদন্তে র‌্যাবকে সরিয়ে দিয়ে পিবিআই প্রধানকে আহ্বায়ক করে একটি উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন। এ টাস্কফোর্সে চারজন অভিজ্ঞ কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করে তদন্ত ছয় মাসের মধ্যে শেষ করার আদেশ দেওয়া হয়।

দীর্ঘ ১১ বছর পেরিয়ে গেলেও সাগর-রুনি হত্যাকাণ্ডের রহস্য এখনো উদঘাটিত হয়নি, যা দেশের সাংবাদিক সমাজসহ সাধারণ মানুষের মধ্যে গভীর হতাশা ও ক্ষোভের জন্ম দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাগর-রুনি হত্যা

১১৫ বার পেছালো মামলার তদন্ত প্রতিবেদন

সংবাদ প্রকাশের সময় : ০১:০৯:২৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

সাংবাদিক দম্পতি সাগর ও রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পেছানো হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত প্রতিবেদন দাখিলের জন্য নতুন করে ২ মার্চ দিন ধার্য করেছেন। এ নিয়ে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১১৫ বার পেছালো।

আদালত সূত্রমতে, এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারিত ছিল। তবে তদন্তকারী কর্মকর্তা ও পিবিআইয়ের অতিরিক্ত এসপি মো. আজিজুল হক প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় আদালত নতুন দিন ধার্য করেন।

মামলার আসামিরা হলো-রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুন, আবু সাঈদ, সাগর-রুনির বাড়ির দুই নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল ও এনায়েত আহমেদ এবং তাদের ‘বন্ধু’ তানভীর রহমান খান। এর মধ্যে তানভীর ও পলাশ জামিনে রয়েছেন, বাকিরা কারাগারে আটক।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে তাদের বাসায় নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনার পর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

প্রাথমিকভাবে থানার উপ-পরিদর্শক মামলার তদন্ত শুরু করলেও রহস্য উদঘাটনে ব্যর্থ হন। পরে দায়িত্ব ডিবির কাছে হস্তান্তর করা হয়। দুই মাসেরও বেশি সময় ধরে ডিবি তদন্তে কোনো অগ্রগতি না করতে পারায় হাইকোর্টের নির্দেশে ২০১২ সালের ১৮ এপ্রিল মামলাটি র‌্যাবের হাতে তুলে দেওয়া হয়।

২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট মামলাটির তদন্তে র‌্যাবকে সরিয়ে দিয়ে পিবিআই প্রধানকে আহ্বায়ক করে একটি উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন। এ টাস্কফোর্সে চারজন অভিজ্ঞ কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করে তদন্ত ছয় মাসের মধ্যে শেষ করার আদেশ দেওয়া হয়।

দীর্ঘ ১১ বছর পেরিয়ে গেলেও সাগর-রুনি হত্যাকাণ্ডের রহস্য এখনো উদঘাটিত হয়নি, যা দেশের সাংবাদিক সমাজসহ সাধারণ মানুষের মধ্যে গভীর হতাশা ও ক্ষোভের জন্ম দিয়েছে।