ঢাবি ও সাত কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ৪০, ঢামেকে ভর্তি ৩
- সংবাদ প্রকাশের সময় : ১২:৫৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত তিনজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া সাংবাদিক, পথচারীসহ ৪০ জন আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছে বলে জানিয়েছে পুলিশ। তারা প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই হাসপাতাল ছেড়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, সংঘর্ষের ঘটনায় রোববার মধ্যরাত পর্যন্ত একে একে আহতেরা হাসপাতালে আসে। তবে বেশির ভাগ জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। ৪০ জনের মতো ঢামেকে চিকিৎসা নিয়েছে। এরমধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় ভর্তি রাখা হয়েছে। তাদের তিনজনেরই মাথায় আঘাত রয়েছে।
ভর্তি হওয়া আহত তিন শিক্ষার্থী হলো-উজ্জ্বল (৩২), সাইদ মুন্সি (২৪) রাকিব (২২)।
রাতে হাসপাতালে চিকিৎসা নিয়েছে-ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রিপন চৌধুরী (২১), ইরফান (২০), আশরাফ (২০), মেহেদি (২৩), ফয়সাল আহমেদ (২২), সাদ (২২), হৃদয় (২৩), মাহিন (২২), ইসমাইল, ইমতিয়াজ (২০), উজ্জ্বল (২৫), মিরাজ (২৩), আমানুল্লাহ (২২), হিমু (২৩), সাব্বির হোসেন (২৪)। ঢাকা কলেজের ছাত্র ইব্রাহিম (২৩), রিশাদ (২৩) ও রাকিব (২৪)। এ ছাড়া আহত হয়েছেন সাংবাদিক তোফায়েল আহমেদ ও পথচারী উজ্জ্বল (৩২)।
এদিকে রোববার রাতেই আহত হয়ে ধানমন্ডিতে পপুলার হাসপাতালে অন্তত ৭ জন চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে।
রোববার রাত সাড়ে ১১টার দিকে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হন পথচারীসহ শিক্ষার্থীরা।