বাগেরহাটে মসজিদের জমি নিয়ে বিরোধ, মুসল্লীদের মানববন্ধনে সন্ত্রাসীদের হামলা, আহত
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ ৬ বার পড়া হয়েছে
বাগেরহাটে মসজিদের জমির বিরোধ নিয়ে মানববন্ধন চলাকালীন সময়ে সংবাদকর্মীদের সামনে মসজিদের মুসল্লীদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২২ জানুয়ারি) বিকেলে বাগেরহাট জেলা সদরের আফরা মধ্যপাড়া জামে মসজিদের বিরোধীয় জমির সামনে খুলনা বাগেরহাট পুরাতন রাস্তায় মানববন্ধন কালে এ ঘটনা ঘটে। এ সময় বিরোধী পক্ষের হামলায় মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হান্নান শেখ গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, ১৯৪৭ সালে আফরা মধ্যপাড়া মসজিদ প্রতিষ্ঠিত হয়। অনেক ইমাম, মুয়াজ্জিন, সভাপতি ও সম্পাদক এই মসজিদের দায়িত্ব পালন করেছেন।
বেশ কয়েক বছর আগে স্থানীয় আইয়ুব আলী শেখ ওই মসজিদের ইমাম হিসেবে নিয়োগ পাওয়ার পর রেলের কিছু সম্পত্তি তার নিজের নামে লাইসেন্স করে নেয়। যে সম্পত্তি বিগত দিনে মসজিদের কাজে ব্যবহৃত হয়েছে। বিষয়টি মসজিদ পরিচালনা কমিটি এবং স্থানীয় মুসল্লীরা জানতে পেরে নতুন পরিচালনা কমিটি গঠন করে। স্থানীয়রা আরো জানায় কয়েকদিন এই জমি নিয়ে মামলা ও মহামান্য হাইকোর্ট থেকে স্থিতি অবস্থা বজায় রাখার নির্দেশনা থাকা সত্ত্বেও ৫০-৬০ জনের একটি দল নিয়ে আইয়ুব আলী শেখ জোরপূর্বক ওই মসজিদের নিয়ন্ত্রণে থাকা একটি মৎস্য খামার থেকে ৩-৪ লক্ষ টাকার মাছ বিক্রি করে। সার্বিক বিষয় নিয়ে স্থানীয় মুসল্লিরা আজ বিরোধীয় সম্পত্তির সামনে সড়কে একটি মানববন্ধনের আয়োজন করে।
এমন সময় স্থানীয় বিএনপি ক্যাডার মনিরুল ইসলাম, মোস্তফা শেখ, টুটুল শেখ, আলম শেখ, হোসেন শেখ, সুমনসহ ১৫ থেকে ২০ জনের একটি সন্ত্রাসী বাহিনী মোটরসাইকেল যোগে ঘটনাস্থলে এসে মানববন্ধনকারীদের উপর হামলা করে। এ ঘটনায় আফরা মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হান্নান শেখ গুরুতর আহত হয়। স্থানীয় যাত্রাপুর বাজারের চিকিৎসক মাহবুবুর রহমান লিটনকে লাঞ্ছিত করে।
তাছাড়া আফরা মসজিদের নামের সাইনবোর্ড খুলে বিরোধীয় সম্পত্তির উপর আইউব আলির নামের একটি সাইনবোর্ড টানিয়ে দেয়। তাছাড়া মানববন্ধনে অংশ নেওয়া বিভিন্ন জনকে প্রাণনাশ ও এলাকা ছাড়ার হুমকি দেয় তারা বলে জানান স্থানীয় বাসিন্দারা।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, মানববন্ধনে হামলার ঘটনায় কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।