সৌদিতে জিম্মি করে বাংলাদেশ থেকে টাকা আদায়
- সংবাদ প্রকাশের সময় : ০৫:১৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ ৩২ বার পড়া হয়েছে
বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ায় যেমন বেকারের সংখ্যা কমছে এবং অন্যদিকে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করছে। সৌদি আরবের মক্কায় চলছে বাংলাদেশির নির্যাতনের মতো ঘটনা।
বাংলাদেশ থেকে সৌদি আরবে বিভিন্ন কাজের কথা বলে নিয়ে গিয়ে প্রবাসীদেরকে জিম্মি করে তাদের পরিবারের কাছ থেকে টাকা আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, সৌদিবে ভালো কাজের কথা বলে নিয়ে বাংলাদেশ থেকে নিয়ে যাওয় হয় আলাউদ্দিন , ইদ্রিস ভাই, হাসান, অন্তর, রাকিব, ইমন, লিমন,সাদ্দাম, হৃদয়,নজরুলকে। এরমধ্যে ৩ জনের বাড়ি বাড়ি নোয়াখালী, একজন ফেনীর , ৩ জন ব্রাক্ষ্মণবাড়িয়ার, একজন কুমিল্লা ও আরেক জনের বাড়ি গাজীপুরে।
কয়েক মাসে আগে বাংলাদেশ থেকে তাদের সৌদি আরবে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে তারা প্রতারণার শিকার হন। তাদের উপর চলে নির্যাতন। এমনকি তাদের জিম্মি করে মুক্তিপণ আদায় করা হয়। আর সেই মুক্তিপণের টাকা বিকাশে এবং ব্যাংকের মাধ্যমে সংগ্রহ করে এই চক্রে জড়িতরা। এই চক্রের মূলহোতা হলো- রুবেল ও মাসুম।
সৌদিেতে নিয়ে বাংলাদেশি প্রবাসীদের জিম্মি করে তাদের পরিবারের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে। সাইফুল (ছদ্ম নাম) নামে একজন বলেন, গরু বিক্রি করে ও আত্মীয়-স্বজনের কাছ থেকে ধার করে সৌদি আরবে আসার টাকা জোগাড় করেছি। এখন আবার আমাদের উপর নির্যাতন চালিয়ে পরিবারের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে।
শুধু জিম্মি নয়, এখানে নিয়ে আসা বাংলাদেশিদের নির্যাতন করা হয়। তিনি আরও বলেন, এখানে জিম্মিদের সঙ্গে আরেক জিম্মিদের কথা বলতে দেয়া হয় না। কথা বলতে দেখলেই লোকেরা মারধর করে। ভিসা-পাসপোর্ট ফেরত দেবে না বলে হুমকি-ধমকি দেয়। এছাড়া যখনই দেশের বাড়িতে স্বজনদের এ অবস্থার কথা জানিয়েছি, তখনই রুবেল ও মাসুম এবং তাদের চক্রের লোকজন আটকিয়ে মারধর করে। গায়ে গরম পানি ঢেলে দিয়েছে।