বললেন আইন উপদেষ্টা
সংস্কারের জন্য ২০২৬ সালের জুন পর্যন্ত সময় লাগবে
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে
অন্তর্বর্তীলীন সরকারের আইন বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, প্রত্যাশিত সংস্কার করতে আগামী বছরের জুন মাস পর্যন্ত সময় লাগবে।
বুধবার (১৫ জানুয়ারি) রাষ্ট্র সংস্কারে গঠিত কমিশনগুলোর চারটি প্রধান উপদেষ্টার কাছে জমা প্রতিবেদন জমা দেয়। সে বিষয়ে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন আসিফ নজরুল।
তিনি বলেন, আগামী ৩১ জানুয়ারির মধ্যে সবগুলো কমিশন পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেবে। এরপর প্রতিবেদনগুলো কিছু সমন্বয় করা হবে। তাছাড়া, কোনটি সংস্কারে অগ্রাধিকার দিতে হবে তা ঠিক করতেও কিছুটা সময় লাগবে। সংস্কার কমিশনের প্রতিবেদনের প্রেক্ষিতে ঐক্যমতের ভিত্তিতে আইন প্রণয়ন করা হবে।
রাজনৈতিক দল নিষিদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, দল নিষিদ্ধে বিভিন্ন আইন রয়েছে। আমরা বিচারিক প্রক্রিয়ার দিকে তাকিয়ে রয়েছি। রায় অনুযায়ী এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। বিচারের কার্যক্রম অত্যন্ত সাবলিলভাবে চলবে। রাজনীতিতে কোনো দল কোথায় থাকবে সেটা সেই দলই সিদ্ধান্ত নেবে। আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু হতে পারে।