ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ভালো আছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:০২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫ ১৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বৃটেনের দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন । চলতি মাসের ৮ তারিখ দুপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তার চিকিৎসা শুরু হয়েছে। চলছে পরীক্ষা ও পর্যবেক্ষণ। চিকিৎসার দ্বিতীয় দিনের আপডেট জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হুসেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় সাংবাদিকদের তিনি বলেন, ক্লিনিকে ভালোই আছেন বেগম জিয়া। তবে হঠাৎ করে ভিন্ন আবহাওয়ায় নিজেকে খাপ খাইয়ে নিতে একটু সমস্যা হচ্ছে। দ্বিতীয় দিন দিনভর চলে বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষা। একাধিকবার চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণ করেছেন। কার্ডিওলজি বিশেষজ্ঞসহ অন্যান্য বিশেষজ্ঞরা বেগম জিয়াকে পর্যবেক্ষণ করেছেন। যেহেতু গত কয়েকদিন একটু গ্যাপ ছিলো ডাক্তাররা সেটি পূর্ণ করছেন। আরো প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষাসহ নিবিড় পর্যবেক্ষণ করবেন চিকিৎসকরা। প্রাথমিক সকল পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেডিকেল বোর্ড ও বাংলাদেশ থেকে আসা ডাক্তারদের যৌথ পরামর্শক্রমে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

তিনি আরও বলেন, তারেক রহমানসহ ডা. জুবাইদা রহমান, শর্মিলী রহমান ও পরিবারের সকল সদস্য অত্যন্ত যত্নের সঙ্গে বেগম জিয়ার চিকিৎসার জন্য সহযোগিতা করে যাচ্ছেন।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের সর্বাত্মক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান ডা. জাহিদ। সেই সঙ্গে দেশবাসীর কাছে বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

এদিকে ক্লিনিকে মায়ের খোঁজ খবর নিতে উপস্থিত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে গাড়ি থেকে নেমে ক্লিনিকে ঢুকছেন তারেক রহমান এমনটিই দেখা যায়। কালো রঙের একটি গাড়ি থেকে ক্লিনিকের সামনে নেমে তারেক রহমান খানিকটা হেঁটে ক্লিনিকে ঢোকেন। তার সঙ্গে ছিলেন সহধর্মিনী ডা. জুবাইদা রহমান।

এদিকে লন্ডন ক্লিনিকে প্রথম রাত কাটিয়েছেন বেগম জিয়া। প্রথম রাতে তাকে সময় দিয়েছেন বেগম জিয়ার নাতনি ও তারেক রহমান দম্পতির একমাত্র মেয়ে জাইমা রহমান।

উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি লন্ডনে পৌছেন বেগম খালেদা জিয়া। লন্ডনের ‘দ্যা লন্ডন’ ক্লিনিকে তাকে ভর্তি করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভালো আছেন খালেদা জিয়া

সংবাদ প্রকাশের সময় : ০২:০২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বৃটেনের দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন । চলতি মাসের ৮ তারিখ দুপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তার চিকিৎসা শুরু হয়েছে। চলছে পরীক্ষা ও পর্যবেক্ষণ। চিকিৎসার দ্বিতীয় দিনের আপডেট জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হুসেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় সাংবাদিকদের তিনি বলেন, ক্লিনিকে ভালোই আছেন বেগম জিয়া। তবে হঠাৎ করে ভিন্ন আবহাওয়ায় নিজেকে খাপ খাইয়ে নিতে একটু সমস্যা হচ্ছে। দ্বিতীয় দিন দিনভর চলে বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষা। একাধিকবার চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণ করেছেন। কার্ডিওলজি বিশেষজ্ঞসহ অন্যান্য বিশেষজ্ঞরা বেগম জিয়াকে পর্যবেক্ষণ করেছেন। যেহেতু গত কয়েকদিন একটু গ্যাপ ছিলো ডাক্তাররা সেটি পূর্ণ করছেন। আরো প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষাসহ নিবিড় পর্যবেক্ষণ করবেন চিকিৎসকরা। প্রাথমিক সকল পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেডিকেল বোর্ড ও বাংলাদেশ থেকে আসা ডাক্তারদের যৌথ পরামর্শক্রমে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

তিনি আরও বলেন, তারেক রহমানসহ ডা. জুবাইদা রহমান, শর্মিলী রহমান ও পরিবারের সকল সদস্য অত্যন্ত যত্নের সঙ্গে বেগম জিয়ার চিকিৎসার জন্য সহযোগিতা করে যাচ্ছেন।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের সর্বাত্মক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান ডা. জাহিদ। সেই সঙ্গে দেশবাসীর কাছে বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

এদিকে ক্লিনিকে মায়ের খোঁজ খবর নিতে উপস্থিত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে গাড়ি থেকে নেমে ক্লিনিকে ঢুকছেন তারেক রহমান এমনটিই দেখা যায়। কালো রঙের একটি গাড়ি থেকে ক্লিনিকের সামনে নেমে তারেক রহমান খানিকটা হেঁটে ক্লিনিকে ঢোকেন। তার সঙ্গে ছিলেন সহধর্মিনী ডা. জুবাইদা রহমান।

এদিকে লন্ডন ক্লিনিকে প্রথম রাত কাটিয়েছেন বেগম জিয়া। প্রথম রাতে তাকে সময় দিয়েছেন বেগম জিয়ার নাতনি ও তারেক রহমান দম্পতির একমাত্র মেয়ে জাইমা রহমান।

উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি লন্ডনে পৌছেন বেগম খালেদা জিয়া। লন্ডনের ‘দ্যা লন্ডন’ ক্লিনিকে তাকে ভর্তি করা হয়।