জানালো প্রেস উইং
সরকারি চাকরিতে হিন্দুদের নিষিদ্ধের দাবি সঠিক নয়
- সংবাদ প্রকাশের সময় : ০৫:২৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে
বাংলাদেশ সরকার সরকারি চাকরিতে হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করেছে বলে এক এক্স পোস্টে (সাবেক টুইটার) দাবি করেছে টাইমস আলজেবরা। তবে এই দাবি মিথ্যা এবং বানোয়াট বলে জানিয়েছে চিফ অ্যাডভাইজার (সিএ) প্রেস উইং ফ্যাক্টস।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে প্রেস উইং ফ্যাক্টসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
টাইমস আলজেবরা নামে ওই এক্স অ্যাকাউন্টের পোস্টে বলা হয়, “সরকারি চাকরিতে হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করেছে বাংলাদেশ সরকার। বাংলাদেশি মন্ত্রী জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। তাই, পুলিশ হোক বা সরকারি চাকরি, মুসলিমরা অগ্রাধিকার পাবে।
পোস্টে আরও বলা হয়, পাস করা নতুন এক সরকারি আদেশে কনস্টেবল থেকে শুরু পুলিশের করে উচ্চ পদে যোগদানে হিন্দু প্রার্থীদের নিষিদ্ধ করা হয়েছে। এসব পদে দেড় হাজারের বেশি হিন্দু প্রার্থীর আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।
সিএ প্রেস উইং ফ্যাক্টস জানিয়েছে, টাইমস আলজেবরার পোস্টে যে দাবিগুলো করা হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট। বাংলাদেশ সরকার ধর্মের ভিত্তিতে কোনো নাগরিকের প্রতি বৈষম্য করে না। পোস্টে উল্লিখিত স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টার উদ্ধৃতিটিও মিথ্যা।