ভারত থেকে প্রবেশের সময় বাংলাদেশী আটক
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫ ৫২৬ বার পড়া হয়েছে
হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় একজন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২ জানুয়ারী) সকাল পৌনে ১১ টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানা যায়,বুধবার (১লা জানুয়ারী) রাত সাড়ে ৮ টার দিকে চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা বাংলাদেশ – ভারত আন্তর্জাতিক সীমান্তের১০ গজ বাংলাদেশ অভ্যন্তরে বাল্লা টেকেরঘাট নামক স্থান হতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় বোরহান আহম্মেদ (২৭) কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।
আটক বাংলাদেশী নাগরিক বোরহান আহম্মেদ হলো বরিশাল জেলা উজিরপুর থানার ভবানীপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫) বিজিবি কর্তৃক জানান, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার অপরাধে আটককৃত বাংলাদেশী নাগরিকের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।