পাবনায় রাগের মাথায় শিশুকে তুলে আছাড় দেওয়ায় ২ মাস পর মৃত্যু
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫ ২৫ বার পড়া হয়েছে
পাবনার ভাঙ্গুড়ায় রিফাত হোসেন নামে ১ বছরের এক শিশুকে রাগের মাথায় তারই পিতা তুলে আছাড় দেওয়ার পর ২ মাস অসুস্থ থেকে আজ বুধবার (১ জানুয়ারি) মৃত্যুর কোলে ঢলে পড়ে।
ঘটনাটি ঘটেছে ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের রামনাথপুর গ্রামে। এ ঘটনা ঘটিয়েছেন যে পিতা তার নাম আলাউদ্দিন। পিতার নির্মম আছাড়ের পর ছোট্ট ওই শিশুর মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, খানমরিচ ইউনিয়নের রমনাথপুর গ্রামের মৃত শমসের মোল্লা ছেলে আলাউদ্দিন। গত প্রায় দুমাস পূর্বে শিশু পুত্র রিফাত ও তার বাবা পাশাপাশি চেয়ারে বসে ছিলেন। পিতা পুত্র চেয়ারে বসে থাকা অবস্থায় আচমকাই চেয়ার থেকে পড়ে যায় রিফাত।
শিশু রিফাত চেয়ার থেকে পরে যাওয়ার সাথে সাথে রিফাতকে তুলে সজোরে আছাড় মারে বাবা আলাউদ্দিন। এতে শিশু রিফাত গুরুতর আহত হয়। পরবর্তীতে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে বাবা আলাউদ্দিন তার মা রুমাসহ শিশু পুত্র রিফাতকে নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ধানের চাতাল মিলে কাজ করার জন্য চলে যায়।
সেখানে যাওয়ার পর শিশু রিফাত আরও অসুস্থ হয়ে পড়লে সেখানে আলাউদ্দিন তার শিশু পুত্রকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করায়। কিন্তু চিকিৎসায় তেমন কোন উন্নতি হয়নি। বরং আস্তে আস্তে শিশু পুত্র রিফাতের শারীরিক অবস্থা আরো অবনতি হতে থাকে।
এই অবস্থায় গত ৩১ ডিসেম্বর আলাউদ্দিন তার স্ত্রী ও সন্তানসহ রামনাথপুর বাড়িতে চলে আসে। এমতবস্থায় ঘটনার দিন সকাল সাড়ে আটটার দিকে শিশু পুত্র রিফাত তার পিতার বসত বাড়িতে মৃত্যুবরণ করে।
ঘটনার বিষয়ে খানমরিচ ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন মিঠু জানান, বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন, খুবই দুঃখজনক ঘটনা।