গৌরনদীতে ছাত্রদলের বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা
- সংবাদ প্রকাশের সময় : ০৮:০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫ ২০ বার পড়া হয়েছে
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বরিশালের গৌরনদীতে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) সকালে উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তার নেতৃত্বে বর্নাঢ্য এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি আশোকাঠী বাসষ্ট্যান্ড থেকে শুরু হয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক প্রদক্ষিন করে গৌরনদী বাসষ্ট্যান্ডে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইসমাইল সরদার, সরকারী গৌরনদী কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক রাকিব হাসান, পৌর ছাত্রদল নেতা বিপ্লব হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য জোবায়ের আল মাহমুদ, জাফর আহম্মেদ সহ অন্যান্যরা। শোভাযাত্রা শুরুর পূর্বে উপজেলার বিভিন্ন কলেজ, ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে আশোকাঠী বাসষ্ট্যান্ডে জড়ো হন।
অপরদিকে সরকারী গৌরনদী কলেজ ছাত্রদল ও উপজেলা ছাত্রদলের একাংশের উদ্যোগে পৃথক র্যালি বের করা হয়। র্যালি শেষে কলেজ ছাত্রদলের কর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পরলে সিনিয়র নেতাকর্মীরা তাদের নিবৃত্ত¡ করেন।