বছরের শেষ ছুটিতে সৈকতে পর্যটকের ভীড়
- সংবাদ প্রকাশের সময় : ১২:২৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে
বছরের শেষ ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকত ও হোটেল মোটেল জোনে ভীড় করছে পর্যটকরা। সমুদ্র সৈকতের তিনটি পয়েন্ট কলাতলী সুগন্ধা এবং লাবনী পর্যটকদের পদভারে মুখরিত হয়ে উঠেছে। আবাসিক হোটেলগুলোতে ৯৫ থেকে ১০০ ভাগ কক্ষ বুকিং রয়েছে।
কক্সবাজার হোটেল মোটেল মালিক সমিতির আবুল কাশেম সিকদার দুপুরে জানিয়েছেন, এই মুহূর্তে কক্সবাজারে ২ লক্ষাধিক পর্যটক অবস্থান করছে। তারা পর্যটকদের সার্বিক সেবা ও নিরাপত্তায় ব্যস্ত সময় পার করছেন। সমুদ্র সৈকত এবং হোটেল মোটেল জোনে নিরাপত্তার দায়িত্ব পালন করছে ট্যুরিস্ট পুলিশ, জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কয়েকটি মোবাইল টিম।
তাছাড়া সমুদ্র স্নানে নিরাপত্তা দিচ্ছে লাইফ গার্ড ও বীচ কর্মীরা। জেলা শহর ছাড়াও হিমছড়ি, ইনানী, পাটোয়ারটেক, মহেশখালী ও রামুর পর্যটন স্পটগুলোতেও পর্যটকদের আনাগোনা লক্ষ্য করা গেছে।